এসো এই মুমূর্ষুর চোখে রাখো চোখ
অন্তে এতটা ভেবো না
তোমাকে এখনো কিভাবে ঘুমের ভিতরে রক্তমাখায়
শুধু তোমাকেই। দুচোখে বিস্ফার নিয়ে দেখি শুধু তোমাকেই।


মাথা নিচু করে দাঁড়িয়ে আছি
আজ হাড়িতে একমুঠো চাল বেশি নাও
কাবুলিওয়ালা এসেছে, এই বৈশাখী ঝরে
যেখানে মূর্ছিত অশথ ছড়িয়ে রেখেছে তার অন্ত
গোধূলির কিনারে
সেই পথে যেতে যেতে তোমার স্পর্শের কথা ভাবি।


আজ কোনো শব্দ নয়
এসো মাটির ভাড়ে চা খাই
পাহাড়ের চূড়ায় ঝাঁপ দিই মন্দিরের বুক ভেঙ্গে
কেউ কেউ বলবে থামো, থামো
নতজানু করো
কেউ কেউ তোমায় গাছ হতে শেখাবে।


হি হি হি, আমি কাবুলিওয়ালা
এসো এই মুমূর্ষুর হাতে রাখো হাত
তোমাকে নিয়ে যায় অঙ্গন পেরিয়ে উনুনের হাড়িতে
যেখানে গন্ধ ছুটছে পোড়া ভাতের।


----------------------------------------
12/5/21