একটা নিভন্ত লন্ঠন অহোরাত্র রক্তের স্বাদ উপভোগ করছে অনসূয়ার অন্তর্বাস থেকে
ঠোঁটের রক্ত মৃত্রিকায়
আকাশে একঝাঁক টেরোডেক্টাইল গান গাইছে
উন্মুক্ত শরীরে বন্যতার গন্ধ, প্রজন্মের সূত্রপাত।


ডাহুক ডাহুকীরা মাতৃনাভি ভেবে পাঁচিলের ওপর আনাগোনা করছে
কাগজের বাড়ি
আলুথালু ভঙ্গিমায় ভালোবাসার বীজ রোপন করছে কাঙ্খিত গোলাপ।


একদিন বৃষ্টিতে বিকেলে বাড়ি টা ভেসে গেলো কদমের ঝাপটা খেয়ে
তেজশ্রী হাতের তালুতে আলোর স্তন
কৃত্রিকাতে বেহিসেবি ত্রাণের লড়াই।


অশৌচ ফুলের মালা..... সে তো ফুল নয়
নীলাভ আকাশের মরুভুমি গ্রাস করছে লু হাওয়ার পেখম
ময়ূরের হিয়া জন্ম মৃত্যুর গভীরতা মাপে হাওয়ায় হাওয়ায়।


কিছু আরক্ত চোখ খুঁজছে শব্দের অনুরণন
হর্নি পরিবেশটা ঘুরে ঘুরে দেখছে প্রোটোপ্লাজম
আত্মহত্যাপ্রবণ চোখ কথা বলছে পৃথিবীর ফাঁক দিয়ে।


অভূতপূর্ব পেতলের রাজ প্রাসাদ হাটছে পাঠশালার দিকে
কাঙালের সাঁকো
দিগন্তে বহুকাল সেই মেয়েটির বদ রক্ত দিয়ে দূর্গ তৈরি করছে
ঈশ্বরের জংলী চোখের নিচে
মাংসাশী মেঘ আতুর ঘরের ইতিহাস লিখছে
মর্গে স্তম্ভের সমারোহ।


---------------------------------
4/7/2020(১৯আষাঢ় ১৪২৭)