মৃত্যুর আগে তর্পণ সেরে শোকার্ত  আমার চোখ
যেমন বাস চলে যাবার পড়ে বাসস্টপ খাঁ খাঁ করে
ঠিক তেমনি ..
ঠিক তেমনি ছায়ার মাঝে রোদ্দুর


আমি প্রাণ দিতে চায় শালপাতায় মুড়ে
কস্মিনকালেও মেঘের কোলে তুলোর হামাগুড়ি দেখিনি
আমি থলি ভর্তি সবজি নিয়ে চলে যায় পড়ন্ত জঠরের দিকে
দুধের বাটি সাপের মুখে দিয়ে


সম্পৃক্ত হতে হবে
তারপর উন্মাদনা চুলের ফাঁকে শিউলি ফোটে
অনন্ত কুয়োর জলে নীল পদ্ম


যদি কোনোদিন সন্ধাদ্বীপ জ্বালো সংকীর্ণ ধ্বংসের ভিতরে
শহরের ভেতরে শহর , গ্রামের ভেতরে গ্রাম


পায়ের চটি দুটো রুক্ষ বাস্তবের সাথে টক্কর নিচ্ছে
নগ্ন বুক
অশ্রু ভেজা পথ


পিঠে পাহাড়ের ওপর পাহাড়
অনায়াসে ডুবতে পারি সমুদ্রে
ঝাড়বাতির আড়ালে ধূলোমাখা জামা ...


কারন আমি ঈশ্বর
কারন আমি বাবা ॥
------------------------------------
15/11/19(২৮কার্তিক ১৪২৬)