দুধের গাভীর মতো বৈশ্বিক মহামারী
মুখস্ত করে অশ্রুপাত, রক্তপাত, মৃত্যু
মেরুদন্ডহীন হাওয়া বইছে
পুরুষের উপন্যাসে একটুকরো মাংসপিন্ড।


চুরি যাওয়া মেঘের অহংকার
তোমার চোখের গভীরতায় হারিয়ে যায় শরীর, হারিয়ে যায় পৃথিবী
তবুও তোমায় ক্ষমা করে দেবো
যারা অন্যকে ক্ষমা করে দেয় তারাই নিজের অধিকারের দেবতা।


আজ একটা লাশের সাথেও কথা হলো অনেকক্ষন
যেভাবে আমাদের জাহাজ টা ভেসে যাচ্ছে নরকের শূন্যে
মেঘের দিকে আমরাফিরে যাবো
আমাদের ভালোবাসার দিগন্তের ওপারে।


গ্যালারিতে ঝুলছে দেবতার কাটা মাথা
দেবতা ঠিক নয় যেন পিতা
তার বুকে বুনো গন্ধ, আকাশে ব্যাঙের রিব্বত
আমি নিকষ অন্ধকারের কাছে যায়।


জীবনের কথা শেষ
একটি পালক এসে জড়িয়ে দেয় মৃত্যুকে
জল গড়িয়ে যায়, খোলস ছাড়ে অস্তিত্ব
আমি কবরের সাথে বন্ধু পাতিয়েছি
কারন সে আমাকে মৃত্যুর কথা বলে, আসল ঠিকানার কথা বলে।


অবশেষেদেবতাগুলো ঈশ্বর হয়ে যাচ্ছে
আর আমরা সবাই চলেছি সেই দেবতার আশ্রয়ে।


------------------------------------
30/9/2020(১৩আশ্বিন ১৪২৭)