আমি আর আমার দুঃখ পাশাপাশি থাকি
দুঃখ সেই শিল্পকলা --
খিদে ও বিলাসিতার মধ্যে যেটুকু দূরত্ব বোঝে অনাথ,
এসো
        আরো
                  ছুঁয়ে
                          ছুঁয়ে
                                 থাকি।
যার কোনো পথ নেই, তার সব দিকেই খুনি।


ওর মুখে আগুন দাও, ওর দেহে মাটি
আমার খিদের নব্বই হতে আর একবছর বাকি।
ওর হাতে গেঁথে দাও পেরেক,
ওর পিঠে বেঁধে দাও লম্বা বাঁশের মই
পালকছাড়া উড়ে যায় পাখি
কত চালে বাড়বে ভাত
কত ধানে ফুটবে খই।
এসো
         আরো
                   ছুঁয়ে
                          ছুঁয়ে
                                 থাকি
যার কোনো ভাষা নেই, তার সবদিকেই অস্ফুট গোঙানি।