জানি না কেউ আমারে বলবে কি না কবি !
                 হৃদয় মাঝে উঁকি দেয় কল্পনাও বাস্তব জগতের যা কিছু সবই ॥
আমি এক নীরব ও সাদাসিদে ছেলে ,
          একাকী বসে থাকি প্রকৃতির কোনো এক স্থানে ॥


যখন অদূরে বন্ধুরা মাঠে খেলে আপনমনে ,
                   আমিও খেলি বাস্তবতাকে ছাড়িয়ে কল্পনার কোনো এক জগতে ! ॥


কবিগুরুর মতো আমারও কবি হওয়ার অগাধ বাসনা ,
                     তাই আকাঙ্ক্ষার সঙ্গে জুতে দি অসীম কল্পনা ॥


তাই দেশদেশান্তর মাঝে আমার কোথায় স্থান ,
               খুঁজে নিতে চাই তারই সন্ধান ॥


আমি এক ক্ষুদ্র কবি ,
               যাহা কিছু লিখি ছবির মতো চোখে ভেসে ওঠে সবই ॥


সপ্নে আমি দাড়িয়ে থাকি কতো নাম অজানা স্বনামধন্য কবির পাশে ,
              যেন অসীম আঁধারে দীপখানি তুলে মুখে চেয়ে চিনেছে আমারে ॥
তাই তাদের সেই চেনা আলো দিয়ে আমি চিনি আপনারে ॥


আমি নিজেকে হারিয়ে ফেলি অপস্ট স্বপ্নের কোনো নিরুদ্দেশে ,
               মহান কবিদের দ্রুতিময় আলোয় আলোকিত হয়ে থাকতে চায় দ্র্রূবতারার বেশে ॥


                  date jun n--11--2019
০১`আষাড় সোমবার ॥