আমাদের বাড়ির উঠোনে একটা কল আছে
হাতে টেপা
সকাল, দুপুর, সন্ধ্যা শুধু চুপচাপ দাড়িয়ে থাকা


এ কলের অনেক ঋণ
উজার করে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই
হাতলে জং ধরা


আমরা যতবার কল টিপি মুখ থেকে বেরিয়ে আসে
অনর্গল রক্ত


কল বলতে তোমরা কি ভাবছো জানি না
এখানে কল মানে বাবা
পরিবারের এক আঁজলা জল
আর পা ধুয়ে নিতে পারা।