হে প্রবঞ্চক নারী তোমার মনে ছিল বলো কিসের আশ ,
           কেন করলে আমার সাথে এমন পরিহাস ! ॥


আমি তোমায় পরিনি বুঝতে ,
             তাই গিয়েছি ছুটে তোমায় নিশীথে খুঁজতে ॥


আজ তোমার জন্য আমার দুটি চোখে অশ্রুজল করছে সদায় ছলছল ,
               বিষন্ন হৃদয় স্মান হয়েছে মুখ ,
  সহস্র অন্তরের ব্যাথা নীরবে সোহেছি দুখ ॥


হৃদয়ের যে মহান সিংহাসনে তোমায় দিয়েছিলাম স্থান ,
             তুমি অযোগ্য এর মতো ভেঙ্গেছ তার মান ও সন্মান ॥


শত খণ্ড করলে তারে ,
            সযত্নে রেখেছিলাম তোমায় ভাঙ্গলে তবু বিবিধাকারে ॥


তুমি ভাবলে হয়ত ভালোবাসা মানে শুধুই দেহ ,
               তাই আমার প্রতি বাড়লো তোমার অবিশ্বাস আর সন্দেহ ॥


এতোদিন প্রেমের মায়াজালে রেখেছিলে আমায় আটকে , প্রেয়সী ,
           সবই ছিন্ন হলো আজই , তাই বিরহের দুঃখ আপনমনে পশি ॥


তাই এনেছি তোমার বাসনার ছুরি তীক্ষ্ণ করে , বসাও আমার বুকে ,
             ছিন্ন করো হৃদপিন্ড , এবার তুমি থাকবে হয়ত সুখে ॥


             1/7/2019
             ১৬আষাঢ়