আমি রোজ কিছু কবিতা লিখে সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দি
হাজারো নৌকার ভীড়ে তা জীবন পায়


নাচুনি মেঘের বোবাকান্না চেপে রাখে অভিমান
মায়ের পেটে রেফারি ডানা ঝাপটাচ্ছে


পাড়া-প্রতিবেশী চায়ের কাপে ঝড় তোলে
দুধ দেওয়া গাভীর পেটে মরা দেশ নিতান্ত ক্ষুধার্ত


স্বপ্নের চৌকাঠে খাদ
কালশর্ত অধুনাস্তিক প্রেম


পালকিতে চড়ে যাবো
এ ধর্ষণ শুধু আমার একার না ......


সেই পানপাতা মুখটি আজও ইতিহাস গড়ে ....
মা যে ...


আর মা কে এমনিই হতে হয় ॥
_________________________
২৭বৈশাখ ১৪২৭(11/5/2020)