নদীশ্মশানের দুচোখে লুকিয়ে রাখি অস্থির স্মরণিকা
বাগদত্তা সংক্রমণের স্রোতস্বিনী দেহের পিউকাহা..
ভেতরে ইতিহাস, ভূগোল অগণিত মণিকর্ণিকা।


ঈশ্বরের কাছে কয়েকটা কবর ধার নিয়েছি পরিবারের জন্য
বসন্তবৌরি উড়ে এসে বসতো সন্ধি-পুস্করে
অনুদ্বিগ্ন প্রাণে বর্শাফলার মতো নির্বিকার ঠোঁট।


ঘাসের জাজিমে খুঁজি অগ্নিশিখার ভালোবাসা
নিরভিমানী জোৎস্নার ভেতর আলুলায়িত অশ্রু
বাবা বটবৃক্ষের মৌন আশীর্বাদ
উঠে দাঁড়াবার ডুবসাঁতারের ম্যাজিক শক্তি।


তোমার স্তন ভর্তি এক দোদুল বেদনাপ্রলাপ
নতুন কুয়াশা ঠেলে শূন্যে থেকে হিরণ্যময়ী মেঘ আসে
বিহান সাগরে।


চোখে মুখে লুকিয়ে রাখি ক্যালেন্ডারের ঋতু বদল
সময়ের অনীপ্সিত বেরি --দুর্গের অন্দরে নবজন্ম
সন্ধ্যারতির নৈবেদ্য এখন মেঘের কফিন।


---------------------------------------21/8/2020(০৫ভাদ্র ১৪২৭)