তার জরায়ুর ভেতর আত্মহত্যা ,
জাতিস্মর মন , পুঁজ রক্তে মিশ্রিত প্রজন্ম
আকাশে শিশুর আর্তনাদ ।


লুইজালে আটকে আছে শত শত মাছ
অলিক ডুবুরি খুঁজে চলে জলের তরল আয়ু
মৃতের নাভি, জ্বলেও জ্বলে না ।


শরীরীপ্রপাত হামাগুড়ি দেয় শব্দহীন ভাবে
স্রোতস্বিনী স্তনের বোঁটা , প্রসববেদনা
ভূমিষ্ঠ নর্তকী বেশ্যা , রোপণ করি অরণ্য ॥


ভূগোল , ইতিহাস এখন সবকিছু বুকে ,
বিবাগী দেশে সহস্র নক্ষত্রের আনাগোনা ॥
_________________________
28/4/2020(১৫বৈশাখ ১৪২৭)