আমি একটা সুতোর উপর দিয়ে হেঁটে অন্য পৃথিবীতে পৌঁছলাম
নীল মদের গ্লাসে
আমার ঝুঁকে গেছে মাথা


অবশেষে সূর্য স্নান সেরে নিলো সমুদ্রের জলে
রাত্রি তখন পেঁচার চোখ
বাঁশের মাচার উপর বসে কয়েকটি ছেলে মদ , বিড়ি খাচ্ছে অনন্তকাল


দীর্ঘ কুড়ি বছরের সম্পর্ক
আর লিখতে চাইনা সেই ইতিহাস
নিজেকে লুকিয়ে রেখেছি গুটিপোকার মতো


আমার সপ্ন গুলো মালার মতো গেঁথে রেখেছি
তোমার অপেক্ষায়


একদিন পায়রার ডানা ঝাপটানোর শব্দে আমার ঘুম ভেঙ্গে গেলো
বহুযুগ আগে একজন গলায় দড়ি নিয়ে ছিলো ফ্যানের সাথে ..
দেয়ালের গায়ে স্মৃতির ভূগোল চিহ্ন .
তুমি নিঃশব্দে গোড়ালি টিপে চলে গেলে
আমার বুকের পাঁজর গুণে


যেদিন তোমার উপর দিয়ে চলন্ত বাস চলে গিয়েছিল
সেই চাকার ছাপ রয়ে গেছে আমার দেহে


বিশ্বাস না হয় -----মিলিয়ে নিয়ো ॥
----------------------------------------
26/10/19(৮কার্তিক ১৪২৬)