তোমার বুকে আলোর খেলা বেশ
লাল, নীল আর সবুজের এক দেশ,
আমার বুক অন্ধকার আর কালো
তোমার থেকে একটু আলো যদি দিও।


আমারো কেমন উড়তে ইচ্ছে করে
ঝাঁ চকচকে দুপুর কিংবা পিঠ ভেজা কোনো নারীর চুলে চুলে,
রোদের পারদে তোমার নাকে ঘাম রাশি রাশি
আমিও কেমন তোমার মতো ছাতা ছাড়াই রোদ ভালোবাসি।


তোমার বুকে ছুটছে  এখন ঘোড়া কিংবা সাইক্লোন
আমার মনে ভীষণ ব্যাথা, বাজছে বিচ্ছেদের এক রিংটোন
মেঘেরা সব চমকে থাকে
ঝরবে এখন কেমন তর
টাইটানিক সে তো নিখোঁজ কবেই -
তোমায় পাওয়ার সন্ধানে
আমার মতো প্রেমিক হলে
অরণ্য, মরুভুমি, নদী, বাতাস, আকাশ-পাতাল খুঁজতো তোমায় সবখানে।


ভীড় বেড়ে যায় ভিড়ের ভেতর
আমিও মিশি লোকারণ্যে -
ইতিহাস আজও হয়নি লেখা
কলম গেছে ভেঙ্গে -
পিরামিড আজও রয়েছে অটল
দেহ আজও অবিনশ্বর,
তোমার দেহের পাশে দেহহীন এই দেহ রেখে ঘুমিয়ে যাই আমি,
তুমি নতুন প্রেমিক নিয়ে হেসে বলো -এতো নিছক মমি।


----------------------------------------
28/1/2021