ভালোবাসা বড় অভিমানী
সে চায়, প্রিয় মানুষটা তাকে শতবার জিজ্ঞাসা করুক --তুমি কেমন আছো?
আর সে খানিক ম্লান গলায় মিছেমিছি বলবে --মন ভালো নেই।


সে চায়, কারনে অকারনে প্রিয় মানুষটা তাকে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করুক
খুব শক্ত করে জাপ্টে ধরুক
হাতে রাখুক হাত
বুকে ঠিকিয়ে দিক মাথা।


সে চায়, প্রিয় মানুষ টা তাকে বুঝুক
সে অকারনে হঠাৎ হারিয়ে গেলে
তাকে একটু খুঁজুক
একটু উদ্বিগ্ন হোক
সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করুক --'তোমরা একটা আধপাগলি মেয়েকে দেখেছো?
উস্কোখুস্কো চুল, হাতে লাল সুতো, পরনে হলুদ শাড়ি
একটু অগোছালো বর্ননা দিক।
সে চায়, প্রিয় মানুষটা সবার কাছে বলুক তাঁদের অনুভূতির কথা, তাঁদের ভালোবাসার কথা।


সে চায়, প্রিয় মানুষটা যখন বলবে -চলো এবার বাড়ি ফিরে যাই
তখন অভিমানী সুরে বলবে মন ভালো নেই, মুখের কাছে মুখ তুলে বলবে হ্যাঁ আমার মন ভালো নেই।


সে চায়, প্রিয় মানুষটা ভারি কন্ঠে বলুক --কতবার বলেছি --অকারনে বৃষ্টিতে ভিজবে না
এতো রাত অবধি জেগে থাকবে না
বেশি চিন্তা করবে না
ঠিক সময়ে খেয়ে নেবে।


সে চায়, মন ভালো নেই বলার বাহানায় তার বুকে মাথা রাখতে
তার কানে ফিসফিসিয়ে বলতে মন ভালো নেই, রাগ করেছি।


সে চায়, মন ভালো নেই বলে অভিমান করে বসে থাকলে প্রিয় মানুষটা তাকে নিজের হাতে খায়ে দিক,
বিছানায় মাথায় বালিশের পরিবর্তে নিজের হাতটা এগিয়ে দিক।
মন ভালো নেই বললে বড় বড় চোখ করে উদ্বিগ্ন হয়ে  তার কপালে, বুকে হাতে হাত রেখে গরম নিশ্বাস ছেড়ে
তার চোখের দিকে তাকিয়ে বলুক
জ্বর এসেছে? কিছু ভালো লাগছে না?
ঔষুধ আনবো?


ভালোবাসা বড্ড অভিমানী


সে চায়, তাকে শুধু ছুঁতে নয় ধরে রাখুক খুব করে
আগলে রাখুক গাছের মতো
ভালোবাসুক সবুজ পাতার মতো।
---------------------------------------
18/1/2021(৪মাঘ ১৪২৭)