মন্দ নয় এ ছুটে আসা
অকুন্ঠ রাত্রির মতো হৃদয় যেন  তামসী গাছ
আমার কণ্ঠবধি সমস্ত শরীর কেঁপে ওঠে
তোমার চোখের থেকে একটু নুন দিলে আমার গরম ভাতে আর কিছু চাই না
পৃথুলা পৃথিবী।


ফিরে যাব
ফিরে যাব তোমার এই মৃনালবিহীন বুকের ভিতরে
তবুও বলবো মন্দ নয় এ ছুটে আসা।


কখনো কখনো মনে হয় আমি রাস্তা
তুমি আমার বুকে বিরামহীন হাঁটো
একা, খুব একা
হাঁটো, হাঁটতে হাঁটতে অন্ধকার এলে জ্বেলে দিই তারা।


বুকের রক্ত থেকে পায়ের পাতা পর্যন্ত ঝুলে পরা জালের প্রহসন
আমার সর্বনাশের দুহাত
তাই নিজের কাছে ক্ষমা চাই
তুমিও চাও।


মন্দ নয় এ ছুটে আসা
আমি রাস্তা
তুমি হাঁটো একা, খুব একা
হাঁটতে হাঁটতে অন্ধকার এলে জ্বেলে দিই মন।
---------------------------------------
15/5/21