বৃষ্টি পড়ছে শরীর পাতালে
রক্তের স্রোতে ভেসে গেলো আমাদের বিমূর্ত নৌকা
আমি পৃথিবীর পাণ্ডুলিপি হাতের মুঠোয় নিয়ে দৌড়াচ্ছি
অন্ধকারের শিলালিপির ধারে।


কে যেনো কবর কবর খুঁড়ে চলে গেছে মৃত্যুর খোঁজে
মৃত্যু থেকে বহুদূর


এখনও পিরামিডগুলো আগামীকালের স্বপ্ন দেখছে
এক ঠোঙা মুড়ি কিনে ফিরছি প্রদীপের সলতের মতো
নৈশঃব্দ চোখের খেয়া পারাপার।


পৃথিবী টা সূর্যহীনতায় ভুগছে
ভেতরে ভেতরে লুঠ হচ্ছে ঝাঁক ঝাঁক সভ্যতা
তারপর স্তনের টক স্বাদ
অনেকদিন খাইনি আধমরা অরণ্য।


আধখানা চাঁদ বিহ্বল ভাসছে অন্তরালে
জানি না প্রাগৈতিহাসিক সকাল


অশরীরী মানুষের ভিড় নক্ষত্র উপকূলে
ভুতের ছায়া পড়েছে ঈশ্বরের পায়ে
ভৌতিক হয়ে সূর্য উঠছে রাত হচ্ছে
আর সেই রাতের অন্তরালে আমরা কাঁদছি।


----------------------------------------
7/9/2020(২১ভাদ্র ১৪২৭)