আমি আমার মৃত্যুর পরেও কবিতা লিখবো
কলমের পরিবর্তে হাতে থাকবে হাড়ের টুকরো
মাটির বুক হবে সাদা কাগজ
আমি আমার বেঁচে থাকার ওষুধ ছাড়তে পারবো না।


ভুতেরা ভাববে এ কেমন ভূত
ওরা পড়তে আসবে কি লিখেছি
ওরা না বুজতে পেরে হাত কাটবে, গলা কাটবে
একে অপরের দিকে ঢিল ছুড়বে।


অবশেষে ওরা আমার পিঠে বসাবে চাবুকের ঘা
সপাং সপ
দলবল নিয়ে হা রে রে করে তেড়ে আসবে
ওরা প্রশ্ন করবে
কি লিখেছেন?
আমি জামা খুলে পিঠ এগিয়ে দেবো
ওরা আমাকে দিয়ে লিখিয়ে নেবে
আর একটা কবিতা।