মন ভালো নেই। আমি মুখহীন মুখ রেখে চলে যায় পৃথিবীর ওপারে
আরো কয়েক মুখ, কয়েক পা, কয়েক হাত
খুলে রেখে চলে যায় স্থিতির ভিতরে।


তোমার দীঘল কালো চুল ছুঁয়ে ছুঁয়ে হারিয়ে যায় রেফারির বাঁশির সুরে সুরে
শব হয়ে
আমি অবিনাশ।


এসো চণ্ডাল
এসো মুমূর্ষুর বুকে রাখো পা, মাথায় রাখো হাত,
সেদিন সারারাত গুনে গুনে দুইশ থেকে আড়াইশোটা চুম্বন করেছি
উপন্যাস পড়েছি, কবিতা লিখেছি
ছেড়ে যাবো বলে।


উনুনে ভাত ফুটছে
হাঁপর টেনে আগুনে গলিয়ে নিচ্ছি লোহার হৃদয়
দেখি তুমি কোথাও নেই।


ক্ষতের মুখে পলি পড়ে, শরীরে কোলাব্যং এর দৌড়ঝাঁপ।


----------------------------------------
1/02/21