শেষ কবে তোমায় দেখেছি মনে পড়ছে না ,
আমাদের বাড়ির প্রাঙ্গণে ,
না নদীর শীতল স্রোতে ।


মাঝে মাঝে ভাবনাচিন্তা সমুদ্র হয়ে যায় ,
ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি '
কখনো প্রাক্তন বটের নিচে , কখনো ভেসে যায় কোকিলের সুরে ।


সেই গাছের থেকে ছুটে আসে পাখিদের দীর্ঘশ্বাস , অপলক দৃষ্টি
ঠিক আমার প্রেমিকার মতো ।


প্রসারিত মাঠ , আকাশপথ , ডায়েরির পাতা ,
সব এখন খাঁ খাঁ করে একটা পোড়ো বাড়ির মতো ।


কার্নিশের হিমায়িত রোদ , একাকীত্বকেই চুমু খাই বারবার ।


আমার প্রেমের ঝুলন্ত ব্রিজে
কোনো সাপোর্ট নেই ,
নেই কোনো ঈশ্বর ॥
_________________________
12/4/2020(২৯চৈত্র ১৪২৬)