আমার পাঁজরের কাঁচামাংস খুবলে খেলো যে
বনের থেকে পাখি এনে এক এক করে পালক ছিঁড়ে ফেললো যে
রাত হলে ঘুঙুর পায়ে বাইজি কোঠায় উঠতো যে
সে আর কেউ নয়
সে অন্ত্রনারী
সে অস্ত্রকবি।


নারী, তোমাকে আমি ভালোবাসি খুব
কবি, তোমাকে আমি ভালোবাসি খুব
তুমি যুদ্ধ
তুমি আগুন
তুমি ফিনিক্স।


যে মেয়েটি  গায়ে কেরোসিন ঢেলে পুড়ে গেলো
তার নাম কবিতা
তার নাম প্রতিবাদ,


যার জন্য কবিদের নিদ্রাহীন পেঁচার রাত
কিশরী মেয়েগুলি যার জন্য দেওয়ানা
যার জন্য অস্কার পাই মানুষ
যার জন্য নিঃস্ব হয় বোকা।


তিনি হাসছেন
তিনি কাঁদছেন
আসলে তিনি ঝলসানো রুটি
আসলে তিনি সুকান্ত
আসলে তিনি নারী
আসলে তিনি কবি।
----------------------------------------
3/5/21