নিদ্রিত অরণ্যের জরাসিদ্ধ শিশুমুখ
সুখানন্দে নগ্ন চোখে নিস্তব্ধতা ছুঁয়ে ফেলে শরীর পাতাল
সময়ের নিরুত্তাপে আমরা কবিতা ফেলে দিই।


আগুনপোকা মশাল হাতে রাত যাপন করছে একফোঁটা ছায়ারং দেখবে বলে
প্রজন্ম আসে প্রেমের মতো
চলে যায় ভ্রূণহত্যার আড়ষ্ঠ চুম্বনে
মুমুর্ষ আমরা।


ধর্মবক করা নাড়ছে বেওয়ারিশ লাশেদের ভিড়ে
আজকাল বেলাশেষের মুমুর্ষ আলোর ভেতরে
নিজেকে ভেঙে চুরে আবার পাথর হতে হয়।


অন্যদিকে একদল যুবক প্রেমিকাতে মন সমর্পন করেছে
হাতুড়ি ছেনিতে শরীর গুলো বেমালুম
আমরা প্রেমিকা আর বেশ্যার পার্থক্য গুলিয়ে ফেলি।


চণ্ডাল সময় আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছি অন্ধকারের পরিবর্তে
বেহিসেবি কারিগর ভুলে গেছে দাম্পত্যের রাত্রিবাস
রুপালি নদী প্রেমিক হয়ে ওঠে মনে মনে।


যৌনতার উত্তাপ নেই আমাদের চোখে
মগজে তীরের ফলা পরিপূর্ন নারীর শরীর
নির্বাক ঠোঁট
নির্বাক সমাজ
পর্নগ্রাফির মিছিল..।।


29/6/2020(১৪আষাঢ় ১৪২৭)