আমি আকাশ পথে পায়চারি করি সূর্য্যের মতো
জিভে করে চেটে নিলাম দারিদ্র্যের রক্তের স্বাদ


দীর্ঘ বাইশ বছর আমার চিতার কাঠ সাজিয়েছি
ক্লোরোফিল বিহীন আমার অঙ্গপ্রতঙ্গ


সারাদিনের ক্লান্তি আমার শিরা দিয়ে হৃদপিণ্ডে  প্রবেশ করছে
তারপর হেমলক পান


বগলে চাপা নিস্তব্ধ শহর
ছদ্মবেশী ব্রা


আমি খাঁটি দুধে জল মিশিয়ে দেখলাম তার সততা
আমি মেরুদন্ড ঝুকিয়ে দিয়েছি লাল চোখের পায়ে


জারজ চোখদুটো উঁকি মারছে গণিকালয়ে
নিষ্ফলা জীবন আর
এক গাছ অভিমান


এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকি  নিরুদ্দেশে  ॥
--------------------------------------
13/12/19(২৬অগ্রহায়ন ১৪২৬)