ভাঙা ডানা উড়ে শূন্যে থেকে শূন্যে
ওরা কারা?
'কিছু একটা হোক ' বলে হেতালের লাঠি হাতে
জয়ধ্বজা, মিথুনমূর্তি, আরক্তিম আত্মঘাতের কথা বলে।


চোখে চোখ রেখে বলো এ সবই মিথ্যে
ময়ূরের পালক সব ঝরে গেছে আনবি ছটায়
এসো হৃদপিন্ড হাতে নিয়ে কিভাবে ঈশ্বরী হতে হয়
তোমাকে শেখায়।


তারপর
তারপর আর কিছু না
সারি সারি খাঁচার পাখি, বনের পশু, ইতিহাহীন পৃথিবী
দীর্ঘ প্রতীক্ষায় থাকবে
কিভাবে শরীর লুটাবে শরীরের ভেতর শরীরে।


যারা আমাকে ভুল বুজেছে
যারা তোমাকে ভুল বুজেছে
এমনকি যারা নিজের ভিতরে মেনেছে দুর্বার হার
তারা হাসে আর খুন করে নিজেকে
খুন করতে করতে হাসে।


এসো তাদের ঘুমের মধ্যে হাত বাড়িয়ে দিই
জাগিয়ে দিয়ে বলি
ওই দেখো ভাঙা ডানা উড়ে শূন্যে থেকে শূন্যে
ওরা আর কেউ নয়
ওরাই আমরা।


----------------------------------------
16/5/2021