যখন আপনার মনে হবে এ পৃথিবী শুধু একটা ঘর
এ ঘরে আপনি একা, জানলা দরজাহীন অন্ধকার,
যখন আপনার রাতে ঘুম আসবে না -
যখন আপনি জলছাড়া মাছের মতো ছটফট করবেন শ্বাসকষ্টে -
যখন আপনার মনে হবে জীবন বোধয় শেষ।
তখন জীবনে অলৌকিক কিছু ঘটেছে ভাবুন
এই শীতে সারারাত খালি গায়ে ফুটপাতে শুয়ে থাকা ছেলেটার কথা ভাবুন।
দীর্ঘ বাইশবছর হুইল চেয়ারে বসে থাকা লোকটার জীবনযাপন ভাবুন,
ভাবুন, আপনার হাত আছে,  পা আছে, আপনি সুস্থ সম্পূর্ণ :
জানলার ধারে প্রত্যন্ত গ্রামগুলোর দিকে চেয়ে থাকুন,
ওদের না খেতে পাওয়া ভাবুন।


এসব ভাবুন।
আপনি এখন লেখক হলে কি করতেন ভাবুন,
কাল্পনিক সংলাপ তৈরি করুন-


প্লিজ, আত্মহত্যা করবেন না।