আমার দেহের রক্ত নিয়ে ছুটে চলেছে শূন্যে মন্দির
আমি ভালোবাসা জানি না
তাই গাছের কাছে যাই


ব্যাঙের ছাতা কুঠির আর জরায়ু ছেঁড়া কষ্ট
আজ মা মারা গেছে
তাই নাভির উর্দ্ধশ্বাসে পাঠ করি ইতিহাস


আমি দারিদ্রতা ও মৃত্যুর সাথে লড়াই করে চলেছি অহরহ
পোড়া ভাতের দুর্গন্ধ
জংলী হাওয়া


প্রেমিকাও ছেড়ে গেছে রাজপথের ভেতর যেখানে জড়ো হয়েছে সব কবরের মাটি
মাটির বই
বুনো পাঠক
নকল হয়ে পৃথিবী ঘুরছে


লীন হয়ে আছে মেঘ
অনাথশিশুরা বিগলিত চোখে সংগ্রাম করে ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের মতো
ঈশ্বরের তলপেটে ব্যাথা


আমার শরীর তখন নির্যাতিত স্পার্টাকাস
ডাস্টবিনে খাবি খায় শিশু
শূন্যে খোঁড়া কবর
অসহায় ড্রাগন থমকে গেছে ক্ষতের অনেক গভীরে
পোস্টমর্টেমে ধরা পরে কিছু কবিতার ক্ষত।


------------------------------------
13/11/2020(২৭কার্তিক ১৪২৭)