পৃথিবী লুকিয়ে গেলো আমার শারীরিক ঘরে
দূরে কাঁদছে ফেলে আসা সূর্য
তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে গেলে
আমি ফিরেও দেখিনি।


কোদাল চালিয়ে কাঁকড়া বিছের মতো অশরীরী মৃত্যু
যোনির গন্ধ শুকছে
দৈবক্রমে মায়ের স্তনে আমার পুনর্জন্ম হলো
উরুর বদ্বীপে ভুয়ো জাহাজটা ভাবছে সব নকল।


বিমূর্ত মেঘ থেকে শেখানো হচ্ছে গণিতের মহানুভব
আদিগন্ত নির্জন স্টেশন
সমুদ্রের চেয়ে আমার প্রেমিকার চোখে অনেক বেশি যন্ত্রনা আছে
জীবনী লেখার জন্যে এই টুকুই যথেষ্ট.।


আগামীকালও সূর্য উঠবে না
আমরা অভুক্ত থাকবো একটি অকেজো নক্ষত্রের মতো
রান্নাঘরে দুধের বাটিতে মৃত্যুমিছিল.।


বৃষ্টি পড়ছে আর কৃপণ নদীরা আত্মসাধ করছে
হিজড়ে প্রেম গুনছে দিগন্তে বিষাদ ঢেউ
এই ভাবে পৃথিবী লুকিয়ে গেলো আমার শারীরিক ঘরে।


27/6/2020(১২আষাঢ় ১৪২৭)