যে আকাশে বয়ে গেছে আরক্ত মেটানিক অস্থিচর্ম, তারদ্বয়
আগুন্তুক রোদ্দুরের আকন্ঠ তৃষ্ণা
সেখানে প্রেমিকের কল্পলতা গাছ।


স্বতন্ত্র আগুনের প্রহসন ধ্বনিত হচ্ছে প্রাগৈতিহাসিক বৈভব
নির্নিমেষ ফলিডল চুইয়ে পড়ছে লাশকাটা ঘরে
নভশ্চর মেহগনি, প্রফুল্ল গণধর্ষণ।


জ্বলন্ত ফিনিক্স উড়ছে লক্ষ্মীগন্ধ নিয়ে
মৃত্যু নিয়ে কথা হবে সারারাত
নষ্ট প্রেমিকার ভ্রূণে নৈশঃব্দ বুনেছি নিজস্ব মৃত্যুর ফাঁদ।


খননকার্য চলছে রক্তাক্ত ক্যালেন্ডারের তারিখ ধরে
শোনা যাচ্ছে অন্তঃস্থলের অশ্রুধ্বনি।


রিফিউজি মেঘ
আত্মঘাতী জিরাফের গলায় নৈশভোজের ছুঁৎমার্গটুকু কাটিয়ে
শরীর গলনের অপেক্ষায় অনুঢ সঙ্গম
চোখের লেন্সে জলস্বেদ বিন্দু রৌদ্র গ্রীবার স্রোত
নগ্ন ঋষির অজ্ঞাতবাস শোনা যাচ্ছে অনিকেত রাতে
অন্ধকার সরে গেলে উড়ে যাবে তরুবীথি ফকির।


---------------------------------------
1/8/2020(১৬শ্রাবন ১৪২৭)