দুর্নিবার গতিতে ছুটে চলেছে আমার নির্ঘুম একজোড়া চোখ
ঝালমুড়ির ঠোঙায় খবর অনাহারের মতো অজানা


রক্তিম আকাশ


আমার কবরে রক্ত পড়ছে দু এক ফোঁটা
আর আমি তৃষ্ণা মেটাচ্ছি সমুদ্র।


আমি একটা মেয়ের কথা ভাবছি
ভাবছি তাঁর খরখর করে পাতা কুড়ানোর শব্দ


সে বোবা গাছেদেরও দুঃখ কুড়াই
ঝরে যাওয়া পাতার হাহাকার কুড়াই।


আমি চাই সে যেন আমাকেও
ঝরে যাওয়া হলুদ পাতার মতো কুড়াই
জ্বালিয়ে দেয় জ্যান্ত উনুনের আঁচে।


হরিনীদের ব্লাউজের নিচে যে সুস্বাদু স্তন, দেহ
তা বাঘেদের অতি প্রিয়।


নির্মল আঁধারের কায়া, ঝাঁপসা চাঁদের আলো
এই ভাবেই প্রতিটি নারী হরিনীদের মতো শিকার হয়
নির্জন ল্যাম্পোস্টের নিচে


আর আমরা বিকলাঙ্গের সমান হয়ে উঠি
আসলে ঈশ্বরের সমান বললে পাপ হবে।


---------------------------------------
10/03/2021