শিশুরা খুব সরল, সাদাসিদে
শিশুরা যুদ্ধ বোঝে না
শিশুরা অবুঝ, মুখে কথা নেই


ফলত শিশুরা পুলিশ, শাসন, মন্ত্রিটন্ত্রী ভয় পায় না।


এসব কথা শেষ হতেই
সাতআট বছরের এক শিশু
লাল চোখে রেগে বললো।


আমাকে এখুনি খুন করার কৌশল বলে দে।


আমার মা আর নেই।