এই বিষন্ন সময়ে আমার মুখে ধরো বিষের ভাঁড়
তারপর আমার শব নিয়ে বানাও দুর্গের প্রাকার।
একবার এই গলি একবার ওই গলি
এ শরীর থেকে আর এক শরীরের প্রহসন
অবেলার জলতরঙ্গের শব্দ
আমার ভালো লাগে না।


শোনো তুমি, এইখানে শেষ নয়
আজ শূন্যে ছড়াও খই
ভাববো মৃত্যু নয়, বিয়ের উৎসবে মেতেছি
মুখে মুখে কথা নেই আজ
ঐভাবে তাকিয়ো না
তাকালে ঈশ্বরের বুকে রক্ত সমুৎসারন।


আমার চোখ যেন তোমার চোখের মূর্ধা ছুঁয়ে আছে
আমার শবের কাছে রাখো একমুঠো দেশের ছাই
জেগে ওঠো, জেগে ওঠে বলো --এতো হল্লা করো না আগুন
আমার বুকে জলকে ছুঁয়ে বসে আছে সমুদ্র
এসো হরিণ সাজি
দেখো আমার শবের ওপর চড়ছে হোমার।


ঘুমিয়ে পড়েছে হাত, ঘুমিয়ে পড়েছে পা
এসো তোমাকে বিশ্বাস করাই আমি অবলিন ধীর হয়ে আছি রাজপথে
আমার মুখে রক্ত মুছিয়ে একবার বলবে তো
কতদিন দেখিনা তোমার শব?


----------------------------------------
17/5/21