এখন আকাশের রং ফিরোজা নীল
এখন উদ্ভ্রান্ত সময়। কেন বসে থাকি কেনো ছুটে যায়
কেন মৃত্যু লিখি -জানি না -জানতে চাইও না।
কিছু মানুষের গায়ে আঁশটে গন্ধ, কিছু মানুষের চোখে কালশিটে দাগ -ওদের গা ঘেঁষে বসা যাক, ওদের কামাতুর গায়ে গা এলিয়ে দিই।


এরপরেও তুমি বলবে? আমি নদীর স্রোত জানি না
আমার ভাঙা বাড়ির উঠোনে বোটাখসা হলুদ পাতাদের হাহাকার --তুমি বোঝো তাদের বিচ্ছেদ।
এসো মুখোমুখি বসি --দু একটা ফুল ঝরুক উঠোনে
আমার যা প্রতিভা
এর দ্বারা হয়তো কয়েকটা ভালোবাসার কবিতা লেখা যায়, কয়েকটা যুদ্ধ রুখে দেওয়া যায়
ব্যস, আর কিছু না।


এখন আকাশের রং হলুদ শুধু হলুদ।
এসো আমরা আঙুলে আঙ্গুল রাখি।