এইভাবেই পোস্টমাস্টার আমার মৃত্যুর খবর পৌঁছে দিলো মায়ের ভ্রূণে
ধানের আঁটিগুলো আমার দেহের তাজা রক্ত মেখে রোদ পোহাচ্ছে
নির্ঘাত হয়ে


জিয়ুুস তখন রমনীদের রূপে বিভোর
ছদ্মবেশী ঈশ্বর পালকিতে চড়ে গান ধরেছে
উগ্র যৌণ ইন্দ্রিয়


প্রতিটি মেয়ে দোকানদার
আর আমরা কেবল সমালোচক


আমি এক পা টেনে টেনে ফিরে এলাম বাড়ির দিকে
দিনের রোজকার সেরে


কিন্তুু রক্ত এখোনো তাজা আছে ॥
----------------------------------------
8/12/19(২১অগ্রহায়েন ১৪২৬)