বাতাস হয়ে দুস্টুমির ছলে
স্পর্শ করবো তোমার শরীর ।
আমায় পাবে না দেখতে
শুধু অনুভব করবে ॥


বৃস্টি হয়ে তোমায় ভেজাব
ছুঁইয়ে যাব সর্বাঙ্গ ।
ধুয়ে দেব ঘোর লিপস্টিক ঠোঁট ॥


তোমার দেহের শাড়ি হয়ে
জড়িয়ে থাকব
যৌবনের গন্ধে স্বাদ নেব অবিরত ॥


তোমার আবেগী মনের কবি হয়ে
নিত্য তোমায় সৃস্টি করবো নতুন করে ॥


তোমার চোখের কাজল হয়ে
ওই হরিণ নয়নে অতলে ডুবে
খুঁজে নেব ভালোবাসা ॥


আকাশের সূর্য হয়ে উঁকি দেব
তোমার মনের কোনে ।
রোদ্দুর হয়ে কাছে এসে
তুমি আমি মিলে হবো একাকার ॥


১১শ্রাবণ ১৪২৬/28/7/19