সন্মুখে তার কাছে ঘেসে ,
মৃদুভাবে আলতো স্পর্শে
হাতটা তার ধরা হলো না ॥


মনের কথা মনেই থাকলো
তারে কত ভালোবাসি
একবার কাছে ডেকে বলা হলো না ॥


মনে মনে সংগোপনে
তারে কতো চাই ॥
কাছকাছি ছিলাম দুজনে
বুক ফাটলো তবুও
মুখ ফুটলো না !


তার খোলা চুলে কৃষ্ণকলি মুগ্ধ করা রূপ ,
তারে ক্ষণিকের দেখতেও
আমার মনের কোনে সুর্য
দেই উঁকি খুব ॥


এখন তুমি ছাড়া আমি
শূন্যজগতের বাসিন্দা ।
রয়েছ শরীর জুড়ে ,
তুমি নেই শুধু আমার ভাগ্য এ ॥


৩শ্রাবণ , ১৪২৬॥
20/7/2019