এখনো কি কেউ ডাকে আমার দেওয়া নাম
এখনো কি ভাবো ভালোবাসার কত দাম
এখনো কি বারাবারি করে বলো ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
খুব করে চাও আর..?


এখনো কি প্রশ্ন করো --আমাকে ভালোবাসো কতটা?
বোকার মতো চেয়ে থাকো আমার চোখে
যখন বলি এ আকাশের বিস্তার ঠিক যতটা।


এখনো কি পড়ো আমার দেওয়া নীল শাড়ি, নীল চুরি.,
কপালে পড়ো লাল টিপ..
এখনো কি পরে মনে তোমার ঠোঁটে প্রথম ঠোঁট রাখা..


আজও কি বোকার মতো বলো ---আমার আকাশে তোমার নামে সূর্য ওঠে
তোমার নামে সন্ধ্যা নামে
তোমার নামেই ভোর হয়।


তুমি যখন কুয়াশায় ভেজা ঘাসের মতো বিষন্ন, মনমরা হয়ে থাকলে
কেউ কি আমার মতো তোমায় বুকে জাপ্টে ধরে মুখ তুলে জিজ্ঞাসা করে ---তোমার মনখারাপ?
তখন কেউ আমার মতো তোমার বুকে গুজে দেয় মাথা
তোমার অভিমান ভাঙ্গায়... কপালে, গালে, ঠোঁটে চুমু এঁকে..
রাগ ভাঙ্গায়.. সুগন্ধি গোলাপের পরিবর্তে কবিতা বলে।


কেউ কি রোজ প্রশ্ন করে
তুমি কেমন আছো?
কেমন কাটছে সময়
কেউ কি আর গান বাঁধে তোমায় নিয়ে।
তোমার মন ভোলাতে আমার মতো কেউ আর সাজতে পারে জোকার.।


এখনো কি তুমি কাঁদলে
আমার মতো তোমার শোকে কাঁদে একবুক
সেও কি আমার মতো
তোমার বুকে মাথা রেখে শুনতে চাই
জানতে চাই কি অসুখ।


এখনো কি কেউ আদর করে একগাল হেসে 'পাগলী ' বলে ডাকে
এখনো কি কেউ আমার মতো তোমায় ভালোবাসে...


এখনো কি তুমি একা বাড়ির বাইরে গেলে আমার মতো কেউ উদ্বিগ্ন হয়ে ওঠে..
উপদেশ দেয় হাজারটা.?


আঙুলের ডগায় করে তোমার চোখের থেকে খোলা চুল সরিয়ে দেও কেউ
কেউ কি আর আমার মতো   ভালোবাসি ভালোবাসি বলে কানের কাছে চিৎকার করে..?


যে শহরে আমার প্রাণ থাকে
যে শহরে থাকো তুমি
সে শহরে গোলাপে গোলাপে হোক আজ শুধু
তোমায় না পাওয়ার কারফিউ জারি.
তোমায় না পাওয়ার কারফিউ জারি।


----------------------------------------
27/12/2020(১২ পৌষ ১৪২৭)