ঠিক সেদিনের পর থেকে আমি আর কোনোদিন তোমার শহরে ব্যস্ততার মাঝে জীবন যাপনের জন্য ইজ্জত বিকিয়ে দিইনি।


নিজেদের রক্ত ছুড়ে দিয়েছে যে রক্তদাতারা,
তারা এখন কবরে.।
সমাজের ব্রা খুলে চুষতে থেকেছে  অনাথ শিশুরা
কখনো বা দাঁতে চিবিয়ে ধরেছে অনাহারে.....
কনক্রিটের  দেয়ালে নীল রং ছিল শোকের,
মেঘ ছিল মন খারাপের।


তোমাদের হাতের স্পর্শ এতো কাম ছিল জানতাম না।
অস্তবেলায় হাঁটা, কল্পনার রাজ্যে ভালোবাসা
এসব কল্পনার জরায় ছিঁড়ে বের করে দেয় বাস্তবতা
নিস্ফল  হয় বেমানান রাতের তুমির গল্প।


1/6/2020(১৮jeishth ১৪২7)