এইখানে এসে তুমি দাঁড়িয়েছ আজ ভোরবেলা
যতদূর দেখা যায়
                    তোমার হাতে কিছু উপহার।
শুধু তুমিই দিয়ে যাবে
  আর আমি হাত পেতে নেবো
                    তা তো হয়না!
খড়ের ছাউনি থেকে যে জল গড়িয়ে পরে আমার শোবার ঘরে
       তা তো তোমার আজান নয়?
তোমার কোনো দৃষ্টি নেই
তোমার কোনো অস্তিত্ব নেই
তা ওই কাঠুরে বুড়ি জানে।
যখন যা চাই তখুনি যদি তা না পাই
তবে মিথ্যে সকল উপহার।