আকাশে সাদা পায়রা গুলো পপকর্ন খেতে খেতে ভাবছে ধানের গোলা
নিগৃঢ় সঙ্গমে লিপ্ত উলঙ্গ প্রেমের দেবী
শ্মশানেও শব্দের চেয়েও মৃত্যুর দাপট বেশি
কাষ্ঠ চোখের দাবানল
পাশার শেষদানে মুষ্টিবদ্ধ দূর্গ।


আমার প্রেমিকা চলমান ট্রেনের সাথে দৌড়াচ্ছ পৃথিবীর মুখে
গায়ে এক চিলতে বস্ত্র নেই
লুটিয়ে পড়ছে ঈশ্বরের জমজ মুখ
সময়ের তালে তাল মিলিয়ে ছুড়ে দিলাম ডারউইনবাদ।


মৃত আকাশের বুকে গাছ
চুল খুলে পাঠা করছি নারীর মনন
পৃথিবীর গোপন লিঙ্গ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে
তা মনের নর্দমা ভেদ করে মস্তিষ্কে জমা হচ্ছে।


ভালোবাসা বলতে কিছুই নেই
সব লালসা, মাংস, পাখির অতিথিশালা।


অন্ধকার সাঁতার কাটছে আলোর গভীরে
বিদেশী বিড়াল টা ভাবছে তার ভবিষ্যৎ
আমরা রক্তের রহস্য তলিয়ে দেখছি
সেখানে ভালোবাসা ছিলো না একফোঁটা।


অনেক দূরে আর্টগ্যালারি, লাইব্রেরি, সূর্যের আলো
আসলে সব ভুঁয়ো, সব স্বার্থপরতা..।


24/6/2020(০৯আষাঢ় ১৪২৭)