তোমার আলুলায়িত চুলের গন্ধ
নীল ওয়াইনের মত চোখের নেশা
ওই কপালে লাল টিপের দাপট
তোমার গহীন শাড়ির ভাঁজে প্রজন্মের আলো
প্রকৃতি যেন প্রণিপাত জ্বাপন করছে
কুয়াশার ওড়না জড়িয়ে দাড়িয়ে আঙিনায়


অসুখটা বাড়ছে রোজ
তোমাকে চোখে হারাবার
অজস্র রাত্রির ভেতরে তোমার অবিচল আনাগোনা
অনিশ্চয়তার মধ্যে নক্ষত্ররা গাছ হয়ে গেছে


তুমিই বলো সেই প্রবেশদ্বার
যে দ্বারে প্রহরী লাগে না
লাগে না কোনো নৌকার মাঝি


এই নিঃসঙ্গ দুপুরে বেগুনি রঙের মেঘখন্ড ছুটে চলেছে
তোমার বুকের আগুন নেভাতে
আহা ভালোবেসে আমি  এই বুঝেছি।
--------------------------------------
8/6/2020(২৫জেইষ্ঠ ১৪২৭)