কিসের অভাব তোমার? ভালোবাসা নাকি অন্ন?
আমি তো দুঃখ পুষি, হৃদয়ে সাদা মেঘ গাঙচিল


ঢং ঢং ঢং
নির্জন শালবাগান পেরিয়ে জরায়ু থেকে ঠিক সাদা ভাতের ঘন্টা বেজে ওঠে


ভাত কোথায় পাই?


তোমায় পাবার চেয়েও আমার ভাতের লোভ বেশি
এই কাঁদি, এই থামি
কিসের জীবন, কেমন জীবন কিছুই মনে নেই


কেউ আমাকে একমুঠো ভাত দেয়নি
এক এক দিন অনাহারে কবিতা লিখি... না না মৃত্যু
অশ্রুর বুদবুদ আর অসুস্থ পৃথিবীর কঙ্কাল


অকারণ ঘুমে স্বপ্ন দেখি ভাতের গন্ধ নাকে ভাসে
অকারণ বিষণ্নতা, দারিদ্রতা এসে দাঁড়িয়ে থাকে চৌকাঠে


ভাত এখানে হৃদপুকুরে নামে
তারপর উথালপাথাল ঢেউয়ে
চোখে তুমুল ধারায় বৃষ্টি ঝরায়
এলোমেলো করে দেয় জীবনের উপন্যাস


একঝাঁক নীলপাখির মেঘ
এ শতাব্দীর শ্রেষ্ঠ আসমান
পৃথিবীর বুকের ফুসফুসে ঢুকছে বিষাদ বায়ু


গাছ হয়ে দাঁড়ি আছি
আমার শিখর চলে গেছে মাটি ভেদ করে শরীর পাতালে
যেখানে সূর্য ওঠে না, আলো ফোটে না
শুধু অন্ধকার খেলা করে বুকের পাঁজরে


----------------------------------------
19/10/20(০১কার্তিক ১৪২৭)