সেদিন ফাগুনের এক তন্দ্রায়িত রাতে,
জ্যোৎস্না যখন অশান্ত;
নিজেকে উজাড় করতে ব্যস্ত;
নানা অছিলায় দখিনা হাওয়ার আড়ালে•••••
কেউ অস্থির হয়ে পড়েছিল আমাকে ছুঁতে ।


সেই মায়াবিনী অদৃশ্যতায় ছিল কোমল অনুভূতি,
দুরু দুরু বুকে, কম্পিত হৃদয় পঁঞ্জুরি;
আকন্ঠ আতঙ্কে শিহরিত আমার মন মণিহারি;
অথচ নিস্তব্ধতা যেন গ্রাস করেছিল আমাকে•••••
ছায়াময়ীর ব্যাকুলতায় ছিল যৌবনের আহুতি ।


সুপ্ত বাসনায় ইচ্ছে প্রশমিত, তাকে ছুঁয়ে দেখবার,
কাঁকনি খনকে মুখরিত রূপোলি কানন;
আড়ষ্ট অন্তরঙ্গে বুঝেছি সে যে অশরীরী মন;
তবুও অচেনা ইন্দ্রিয়জালে নিজেকে জড়িয়ে•••••
ভেসেছি অলৌকিক প্রেম স্রোতে বারে বার।।



প্রেম মানেনা বারণ - 16