সকালে গরম চায়ের কাপে চুমুক দিয়ে,
খবর কাগজটা হাতে নিয়ে.....
দেখি, রক্তে মাখা জওয়ান দের,
মৃত দেহের ফটো প্রথম পাতায় ।
....."ছি ছি সকাল বেলা মরার খবর....!"
পাতাটা উলটে চোখ যায় সেয়ার বাজারে....
.......বিবেক টা নাড়া দেয়,
তাতে কি?
আমি ভালো আছি........।


অফিস জাওয়ার পথে দেখি.....
একটি কিশোরী,  রাস্তায় পড়ে,
ছটফট করে সাহায্য চাইছে,
মুখে তার কেউ এসিড মেরেছে ।
...." উঃ কি বিশ্রী....!"
পাশ কাটিয়ে চলে যাই.....
.......বিবেক টা নাড়া দেয়,
তাতে কি?
আমি ভালো আছি........।


অফিস গেটে রোজ একটা ছেলে,
পা জড়িয়ে ফেলে,
....." বাবু দুটো পয়সা ".....আমি বলি.....
" সর্ সর্, উঃ রোজ রোজ এতো দেখছি জ্বালিয়ে খেলে" .......
একটা পয়সা ছুড়ে দেই তার দিক,
.......বিবেক টা নাড়া দেয়,
তাতে কি?
আমি ভালো আছি........।

একদিন দেখি, সেয়ার বাজার টা গেছে ডুবে,
জমানো টাকা পয়সা সবই গেছে,
সর্ব শান্ত হয়ে যাই ।
নিজেকে এক আতঙ্কে আড়ষ্ট পাই,
চোখ অন্ধকার হয়ে আশে,
এক অপ্রত্যাশিত হাসি কানে ভেসে আশে ।
মৃত সৈনিক, এসিড দগ্ধ মেয়েটা,অফিস গেটের ছোট্ট বাচ্চা টা......
যেন একসাথে বলে ওঠে......
......"আমি ভালো আছি" ......


চিত্কার করে উঠি,ঘুমটা ভেঙ্গে যায়,
দেখি আমি সুস্থ.......
বুঝি ওটা স্বপ্ন, আসল নয় ।
.......বিবেক টা, সেদিন ও নাড়া দেয়,
দম্ভ সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল,
সেদিনের পর আর বলতে গিয়ে ও....
বলতে পারিনি.......
আমি ভালো আছি........।।



আমি আমিতেই - 14