অবুঝ মন মাঝির আবেগে••••••
যেদিন প্রথম অবলা নৌকায় পা রেখেছিলাম,
সেদিন ভাবিনি; জীবন জোয়ারের এতো টান•••••
ওপাড়ে মরীচিকার ত্রাস, নেই তার কোনো নাম ।
অথৈ জলে অচেনা হাতছানি,
কৈশোরের আঁচলে ঘেরা; যেন রূপসী রমণী ।


তখন কি আর বুঝেছি••••••
ঈশান কোনেতে উদিত যৌবনের কালো মেঘ,
মায়াবিনী কাজল রেখায় উত্তাল তুফান•••••
বেসামাল তরী, মাতাল কামনা ঝড়ের বেগ ।
উঠেছিল ভালবাসার চোরা ঢেউ,
আমৃত্যু ইন্দ্রিয় টান, বোঝে নাকো কেউ ।


সত্যি যদি সেদিন জানতাম••••••
নশ্বরে পালতোলা নৌকা যৌবনের টানে ডুববে,
আত্মবোধ বুদ্ধির জলাঞ্জলি দিয়ে•••••
সব প্রেম সাগরে ভাসাবে ।
একটু হলেও নিজেকে সামলে নিতাম আমি,
কিন্তু উপায় ছিল না, এ নশ্বর তুচ্ছ, বিনা তুমি ।।



প্রেম মানেনা বারণ - 14