অবলা ঘাসে ক্লান্ত কুয়াশা•••••
যখন শিশির হয়ে ছুঁতে চায়,
পূবালী আকাশে রংতুলির নেশা ।
ভোরের গন্ধ মাখা সবুজ বুকে;
আকাশি ওড়না উড়িয়ে••••••
সে যখন ভাসতে চায় ।
পাখিরা তখন আপন চিত্তে নিজেকে ভাসিয়ে•••••
উজাড় বুকে জায়গা ছেড়ে দেয় ।


নদীর জল অধীর অপেক্ষায়•••••
ভাটার টানে নিজেকে সামলে চেয়ে থাকে,
যদি তার নয়ন হরিণী রূপ দেখা যায় !
পাড়ের বুকে ফোটা লবঙ্গলতিকা;
আড়ালে কান পেতে রয়••••••
এই বুঝি তার নুপুরের ছন্দ শোন যাবে ।
শিমুল পলাশেরা ছায়ায় রাস্তা ঢেকে দেয়••••••
প্রখর রোদ, সে যে এই পথেই আসবে ।


বাতাসও তারে ছোঁয়ার অছিলায়•••••
অনবরত ঘূর্ণায়মান, ঘন কেশের আড়ালে,
বৃষ্টির ফোঁটা উষ্ণ ঠোঁটে; শীতলতা দিতে চায় ।
পৃথিবীও বড্ড ভালবাসে;
এক পলকও তাকে হারাতে চায়না••••••
সর্বদাই বুকে আগলে রাখার ইচ্ছে ।
সুজলা সুফলা জড়ানো কামনা বাসনা••••••
দেখি প্রকৃতিও প্রেমে পড়েছে ।।



প্রেম মানেনা বারণ - 15