শব্দ•••••
গন্ধ মাখা বাতাসে••••••
শিহরিত কম্পনে প্রতিধ্বনিত হওয়া কণা,
শান্ত বুকের আলোড়নে••••••
কর্ণ গহ্বরে তার আনা গোনা ।
সে যেন নিষ্পাপ অনুভূতি,
যার ঘটে চলেছে; নিশ্চুপ পরিণতি ।


শব্দ•••••
নিষ্কলঙ্ক অন্তরের••••••
সরল আত্মার কাল্পনিক সুপ্ত বাসনা,
কম্পিত পবনের মন্থর গমনে••••••
ঘূর্ণায়মান তরঙ্গে; ইন্দ্রিয় হয় চনমনা ।
সৃষ্টির আদি থেকে সৃষ্ট তার গতি,
যার প্রতিফলনের নেই কোনো ইতি ।


শব্দ•••••
শত দুঃখ কষ্টের মাঝে••••••
বয়ে আনে স্নিগ্ধ প্রেরণা,
আবার ক্ষণিকের কালো মেঘে••••••
প্রবল বর্ষণে তছনছ করে হৃদয়ের কামনা ।
শব্দ জানি উপলব্ধিতায় সে যে প্রেমেরও অতি,
যার ষ্পর্শ ও কোমলতায়, মুগ্ধ প্রকৃতি ।।



আমি আমিতেই - 15