স্বপ্নের দাসত্ব ছেড়েছি কবেই••••
কথা রাখতেও তুমি ভুলে গেছো ।
সম্পর্কের বাঁধন বড়ই সূক্ষ্ম হয়••••
যা তুমি কবেই অনায়াসে ছিঁড়ে দিয়েছো ।
জানিনা কেন করেছিলে এমন;


যদি কখনও দেখা হয়;
কোনো নিরালায়••••
জিজ্ঞেস করবো তোমায় ।


নাঃ, আমার ধৃষ্টতা তুমি ক্ষমা কর••••
বাঁধনের একটা অংশ যে আমার হাতেও ছিল ।
তবে কে বেশি জোর খাটিয়েছি••••
কার অন্তর দানব মরিয়া হয়ে পড়েছিল ?
জানিনা কেন হয়েছিল এমন;


যদি কখনও দেখা হয়;
কোনো নিরালায়••••
জিজ্ঞেস করবো তোমায় ।


রাতের পর রাত কেটেছে খোলা বারান্দায়••••
কনকনে শীতেও বেখেয়ালে কথা বলা ।অভিমানের কারণটা জানতে চাইনি••••
তবুও সারারাত খেলেছি মান ভাঙানো খেলা ।
জানিনা কেন পাগল ছিলাম এমন;


যদি কখনও দেখা হয়;
কোনো নিরালায়••••
জিজ্ঞেস করবো তোমায় ।


আজ তুমি অন্য আঙিনার কলি••••
আর আমি অন্ধকারে ভাঙা হৃদয় সামলে যাই ।
সুরার অভ্যেস ছিলনা কোনো দিন••••
তবুও আজ রঙিন পেয়ালার টানে ছুটে যাই ।
জানিনা কিসের নেশায় বিভোর এ মন;


যদি কখনও দেখা হয়;
কোনো নিরালায়••••
জিজ্ঞেস করবো তোমায় ।


জীবনকে রঙিন ফুলে সাজাতে গেছিলাম••••
আজ পাতাঝড়ায় হারিয়ে গেছি ।
ইচ্ছে ছিল হাতে হাত রেখে বার্ধক্য কাটানোর••••
কিন্তু স্মৃতির ভরা প্লাবনে ভেসে গেছি ।
জানিনা কার ভুল ছিল এমন;


যদি কখনও দেখা হয়;
কোনো নিরালায়••••
জিজ্ঞেস করবো তোমায় ।।



প্রেম মানেনা বারণ - 17