ঋণ রেখে ফিরে যায় সামুদ্রিক হাওয়া!


ঠিক যেভাবে আমরা ফিরে দেখি----
আমাদের থেকে দূরে,অতীতে
হেঁটে চলে গেছে দেওয়াল,বাঁধা।


আমরা পথিক হয়েও থেকে গেছি স্থির,স্থবির


শুধু মনে হয় পৃথিবীর সমস্ত ছবির
সাথে লুকিয়ে আছে প্রেম অথবা প্রকৃতি;
কিংবা সমস্ত প্রেম ও প্রকৃতির মতো কিছু ছবি
ঘিরে থাকে রোজ------


সামুদ্রিক হাওয়ার মতো স্নিগ্ধ অথচ
স্বল্পায়ু খ্যাতি
রোজ চৌকাঠে দাঁড়িয়ে দরজা খোলার
অপেক্ষা করে।


আমরা ছবি দেখি,ছবি লিখি,ছবি আঁকি রোজ।