ভোর চারটায় বিছানায় শুয়ে স্বপ্ন দেখছি।
ভয়ের চোটে পেচ্ছাবে বিছানা কাদা কাদা।


কেষ্ট আর খৃষ্ট যে পথ ধরে হেঁটে বেরিয়েছে...
সেই পথ ধরে আমিও হাঁটছিলাম।
হঠাৎ একটা ভ্রমর আমার মাথা ফুঁটো করে ঢুকে পড়ল,
আমার ব্রেনের ঘিলু চেটেপুটে সাফ করে দিচ্ছে সে।
আমি যন্ত্রণায় চিৎকার করছি...
শহর ও জাতিকে ভেঙে পড়তে দেখছি।
একটা প্লেন মাথার উপর দিয়ে আকাশে উড়ছে।
না না...এ আকাশ আমার জন্য নয়!


স্বপ্নে দেখলাম...
এ আকাশেরই নাম ভারতবর্ষ।