তোমার কথা ভাবতে ভালো লাগে
মৃত্যু আর বিজয়ের মাঝে...


তোমাকে ভালোবাসার আনন্দ পূর্ণ জন্মের মত,
আমার কুড়িতম বর্ষে
তোমার কথা ভাবতে ভালো লাগে,
তোমার সম্বন্ধে লিখতে,
বিছানায় ঠেস দিয়ে শুয়ে শুয়ে তোমার কথা ভাবা
অমুক জায়গায় তুমি অমুক কথা বলেছিলে
অমুক দিন অমুক অসময়ে,
সে কথাগুলো তত নয়...
যতটা তাদের অভিব্যক্তির পৃথিবী।


তোমার কথা ভাবতে কত ভালো লাগে।
কাঠ কুঁদে আবার তোমার জন্য কিছু তৈরী করব।
একটা ছোট্ট দেরাজ,অথবা একটা আংটি।
বিছানা থেকে লাফিয়ে আমি
জানলার লোহার গরাদের সঙ্গে লেপটে থেকে
দুধের মতো সাদা স্বাধীনতার মতো নীলাভকে
আমি চিৎকার করে বলবো...
তোমায় আমি কি লিখেছি?


তোমার কথা ভাবতে কত ভালো লাগে,
মৃত্যু ও বিজয়ের মাঝে।