সে আলো দেখবার মতন মানুষ কোথায়-
ব্যস্ত জীবন যন্ত্র;
মাঝ পথে ফুঁসে ওঠে বিষ মন্ত্র
কোথাও যেন- কাদা মাটি খেলা
ভুলে গেছি, সেই টুকরো কাপড়ের কথা।
বলি কি- ভালো নেই।


চুপ-চাপ,
ঠিক-ঠাক; না কিছুই না
হয় হোক;
যেন ওঠে উলটো পথের ঘাটি।


এত মাটি ভালো নয়,
হয়ে ওঠো শিকারী।
এত ভালো বন্ধু নয়,
হয়ে ওঠো প্রখর।


অন্তরালের মন্ত্র
সুকান্ত
৩ বৈশাখ ১৪২৯, বরিশাল।